চলতি বছরেই হোয়াটসঅ্যাপ নিয়ে এলো চমকদার ও গুরুত্বপূর্ণ ফিচার, জেনে নিন……
নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকে জনপ্রিয় ম্যসেজিংঅ্যাপ নিয়ে জানা যাচ্ছে বেশ কিছু নতুন ফিচার। বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে পৌঁছেছিল ডার্ক মোড। কি এই আছে এই নতুন ফিচারে? শুরুতে ডার্ক মোডে চ্যাট করার সময়ে কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার হত। কিন্তু এখন একাধিক রঙের দেখা মিলবে ডার্ক মোড চ্যাটের সময়ে।
সাম্প্রতিক, হোয়াটসঅ্যাপ আপডেটে আনা হয়েছে বেশ কিছু রঙ। হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ২.২০.৩১ ভার্সনে নতুন এই ফিচার ডার্ক মোডে চ্যাট-স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে শুধু কালো নয় থাকবে অন্যান্য ছয়টি গাঢ় রঙও। কালো রঙ ব্যবহারে বাঁচত ফোনের ব্যাটারি। এই ছয়টি নতুন রঙ ব্যবহার করলে ব্যাটারি না বাঁচালেও কম আলোতে চোখে আমার মিলবে।
প্রায় বছর খানেক ধরেই হোয়াটসঅ্যাপে বিটা ভার্সানে এই ফিচার যোগ হওয়ার চিন্তা ভাবনা থাকলেও স্টেবল ভার্সানে ডার্ক মোড আসেনি এখনও। এছারাও হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে থাকছে বেশ কিছু নতুন চমকদার সাথে গুরুত্বপুর্ন ফিচার। প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম থেকে এবং হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানটি ইনস্টল করা যাবে।
এছাড়াও এই নতুন ফিচারে থাকছে, মেসেজ পোস্ট করার নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে এবং ওয়েটিং ফিচারও থাকছে। ফোন কলের মত হোয়াটসঅ্যাপ কলের সময়েও আপনি পাবেন এই সুবিধা। একটি কলে ব্যস্থ থাকা কালীন অন্য কল এলে সেটি ওয়েটিং হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে দ্বিতীয় কলটি রিসিভ করা জন্য প্রথম কলটি কাটতে হবে। নতুন ফিচারে কল হোল্ড এবং কল মার্জের মত সুবিধা এখন আসেনি। তার জন্য এখন অপেক্ষা করতে হতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
সাম্প্রতিক, হোয়াটসঅ্যাপ আপডেটে আনা হয়েছে বেশ কিছু রঙ। হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ২.২০.৩১ ভার্সনে নতুন এই ফিচার ডার্ক মোডে চ্যাট-স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে শুধু কালো নয় থাকবে অন্যান্য ছয়টি গাঢ় রঙও। কালো রঙ ব্যবহারে বাঁচত ফোনের ব্যাটারি। এই ছয়টি নতুন রঙ ব্যবহার করলে ব্যাটারি না বাঁচালেও কম আলোতে চোখে আমার মিলবে।
এছাড়াও এই নতুন ফিচারে থাকছে, মেসেজ পোস্ট করার নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে এবং ওয়েটিং ফিচারও থাকছে। ফোন কলের মত হোয়াটসঅ্যাপ কলের সময়েও আপনি পাবেন এই সুবিধা। একটি কলে ব্যস্থ থাকা কালীন অন্য কল এলে সেটি ওয়েটিং হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে দ্বিতীয় কলটি রিসিভ করা জন্য প্রথম কলটি কাটতে হবে। নতুন ফিচারে কল হোল্ড এবং কল মার্জের মত সুবিধা এখন আসেনি। তার জন্য এখন অপেক্ষা করতে হতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।

No comments