Header Ads

পুরভোটে তৃণমূলের বুথ কর্মীরাই ভরসা পিকের

নজরবন্দি ব্যুরোঃ সামনেই বাংলার পুরভোট, আর ভোটে জিততে যুযুথান দলগুলি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে। নির্বাচনে দলের ঘুঁটি সাজানো থেকে প্রার্থী নির্বাচন সব দিক থেকেই জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পুরসভায় নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া তৃণমূল। আর ভোটের আগে যথারীতি হাতেকলমে কাজ শুরু করল পিকে টিম।
পুরভোটের আগে বুথস্তরের কর্মীদের উপরেই আস্থা রেখে কাজ করতে চাইছে পিকে টিম। শনিবার বাগুইআটির একটি ছোট বুথের এক তৃণমূল কর্মী’কে ফোন করে এলাকার হালহকিকত জানতে চায় পিকের টিম। মাত্র কয়েক মিনিটের ওই ফোন কলে তৃণমূল কর্মীর কাছ থেকে জানতে চাওয়া হয় তাঁদের ওয়ার্ডে হিন্দু ভোটার ও মুসলিম ভোটারের সংখ্যা কত? এছাড়া কতজন অবাঙালী রয়েছেন ওয়ার্ডে। শুধু তাই নয় এলাকায় এসসি এসটি বাসিন্দাও কতজন? লোকাল স্তরের নেতারা ঠিকঠাক মানুষের কাছাকাছি যাচ্ছেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়।
কিন্তু পিকের টিম কেন হটাত বুথ স্তরের কর্মীদের কাছ থেকে দলের হালহকিকত জানতে চাইছে! সূত্রের খবর পুরভোটে বুথস্তরের নেতা কর্মীদের উপরের আস্থা রাখতে চাইছেন পিকে। তাঁর প্রতিনিধিদের প্রশ্নের ধরণে পরিষ্কার যে সিএএ ও এনআরসি ইস্যুতে এবারের এই ভোট হচ্ছে। তাই হিন্দু ভোটার, মুসলমান ভোটার ও অবাঙালী ভোটারের সংখ্যা জানতে চাওয়া হয়। পুর নির্বাচনের আগে এলাকার হেভিওয়েট নেতাদের সঙ্গে সরাসরি কথা না বলেই বুথ স্তরের কর্মীদের উপরেই যে পিকে ভরসা রাখছেন এদিনের ফোন কল থেকে এটা পরিষ্কার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.