Header Ads

ট্রাম্পের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব, মোতায়েন করা হবে পাঁচ হনুমান

নজরবন্দি ব্যুরো: ভারতে প্রথম পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া থাকছেন। তাই দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে উদ্যোগী প্রশাসন। নিরাপত্তা থেকে খাতিরদারি, সব দিকে নজর রাখবে ভারত সরকারের। জানা গিয়েছে, ট্রাম্পের নিরাপত্তায় পাঁচ হনুমানকে মোতায়েন করা করছে মোদী সরকার।

তাজমহল দর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই তাজমহল দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গী হবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। প্রধানমন্ত্রী মোদীর যাবতীয় সফরসূচির সঙ্গে ওয়াকিবহাল আধিকারিকদের দাবি, তাজমহল দর্শনে ট্রাম্প পরিবারের সঙ্গে থাকবেন না প্রধানমন্ত্রী।

অপরদিকে, ট্রাম্পের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সর্বক্ষণ নজরদারি চালাবে। যদিও আগ্রা জুড়ে বাঁদরের উৎপাত নিয়ে চরম উদ্বেগে রয়েছেন নিরাপত্তা আধিকারিকরা। আর সেই সমস্যার সমাধান করতে পাঁচটি হনুমানকে মোতায়েন করা হয়েছে। ওই ৫ হনুমান প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.