পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার বৈঠকে তোলপাড় দেশের রাজনীতি
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের এক ব্যবসায়ীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। সেখানে গিয়েই বিতর্কে জড়ালেন তিনি। তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। আর সেই বৈঠকের কথা প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই দেশের রাজনীতিতে চর্চায় তোলপাড় হতে শুরু করে।
উল্লেখ্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি স্তব্ধ। তার মাঝে পাকিস্তানের আকাশ পথ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আবহে পাকিস্তানের রাষ্ট্রপতি সঙ্গে কংগ্রেস নেতার রাজনৈতিক সাক্ষাৎ নিয়ে তুমুল ঝড় উঠেছে দেশে। ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতির সংগে শত্রুঘ্ন সিনহার কাশ্মীর প্রসঙ্গে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের নিয়েও কথা হয় তাঁদের। ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তান একাধিকবার আগ্রাসী ভূমিকা নিয়েছে। এই আবহে শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক সাক্ষাতে চর্চা শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তবে তিনি জানয়েছেন, সামাজিক এবং সাংস্কৃতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেখানে রাজনৈতিক কোন বিষয় আলোচিত হয়নি। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি টুইট করে জানান দুজনের মধ্যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে আলোচনা হয়েছে। এরপরই বিতর্ক আরও বাড়তে থাকে।
উল্লেখ্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি স্তব্ধ। তার মাঝে পাকিস্তানের আকাশ পথ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আবহে পাকিস্তানের রাষ্ট্রপতি সঙ্গে কংগ্রেস নেতার রাজনৈতিক সাক্ষাৎ নিয়ে তুমুল ঝড় উঠেছে দেশে। ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতির সংগে শত্রুঘ্ন সিনহার কাশ্মীর প্রসঙ্গে আলোচনা হয়েছে।

No comments