এবার ইডেনে বসতে চলেছে দাদার মূর্তি
নজরবন্দি ব্যুরোঃ এবার ইডেনে বসতে চলেছে সৌরভ গাঙ্গুলির মূর্তি! সৌরভের সঙ্গে পঙ্কজ রায়, জগমোহন ডালমিয়া আর ঝুলন গোস্বামীর মূর্তিও বসছে সিএবি-তে। এমন উদ্যোগে সাড়া দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিশ্বস্ত সূত্রেরে খবর অনুযায়ী জানা যাচ্ছে সৌরভ নিজেই ঝুলন গোস্বামীর মূর্তি বসানোর কথা বলেন।
এরপর কথা হয় পঙ্কজ রায়,ডালমিয়ার মূর্তি নিয়ে। কারন এনাদের সকলের অবদান রয়েছে বাংলা তথা বিশ্বক্রিকেটে। তাই সিএ বি পরিকল্পনা নিয়েছে। এছাড়া ইডেনে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও করা হয়েছে। ইডেনের ইন্ডোরের সামনে তৈরি হবে সেই মিউজিয়াম। ঐতিহ্যবাহী বিভিন্ন স্মারক রাখা হবে সেই মিউজিয়ামে।
এরপর কথা হয় পঙ্কজ রায়,ডালমিয়ার মূর্তি নিয়ে। কারন এনাদের সকলের অবদান রয়েছে বাংলা তথা বিশ্বক্রিকেটে। তাই সিএ বি পরিকল্পনা নিয়েছে। এছাড়া ইডেনে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও করা হয়েছে। ইডেনের ইন্ডোরের সামনে তৈরি হবে সেই মিউজিয়াম। ঐতিহ্যবাহী বিভিন্ন স্মারক রাখা হবে সেই মিউজিয়ামে।

No comments