Header Ads

বিস্ময়কর! বৃহস্পতিতে জলের হদিশ পেলেন নাসার বিজ্ঞানীরা

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলে কি জল রয়েছে! তা নিয়ে নিরন্তর গবেষণা চলছিল। কিন্তু এবার গুরুগ্রহ বৃহস্পতির বুকে জল থাকতে পারে, এমনটাই জানিয়ে দিলেন নাসার বিজ্ঞানীরা। গ্যাস ও তরলে পূর্ণ সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির বুকে রয়েছে জল। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে। বিজ্ঞানীদের অনুমান হাইড্রোজেন, অক্সিজেন এবং অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ায় জল তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
যদিও আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন গ্যাস ভর্তি গ্রহ বৃহস্পতিতে জল না থাকার সম্ভাবনা বেশি। কিন্তু বৃহস্পতির পরিবেশে জলের হদিস দিল নাসার পাঠানো যান 'জুনো'। গত কয়েক বছর ধরে জুনোর পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন সর্ববৃহৎ এই গ্রহে জল আছে। সেই জলের পরিমাণ অন্তত ০.২৫% বলে মনে করছেন বিজ্ঞানীরা। নাসার এই বিভাগের এক বিজ্ঞানী জানিয়েছেন বৃহস্পতির বায়ুমণ্ডলের স্তর স্তরে জল পাওয়া গেছে।
বৃহস্পতি গ্রহের নির্দিষ্ট স্তরে মেঘও তৈরি হয়। সেই মেঘ বৃষ্টির মত ঝরে পড়তে পারে তাপমাত্রার হেরফেরে। মূলত বৃহস্পতি ২ নিরক্ষীয় অঞ্চলেই বেশি পরিমানে জল রয়েছে। তবে বৃহস্পতির নিরক্ষীয় অঞ্চলের গঠন বেশ জটিল। এতদিন ধরে বিজ্ঞানীদের যে ধারণা ছিল বৃহস্পতিতে জল নেই, সেই ধারণা বদলে গেল। আগামী দিন গবেষণার মাধ্যমে তা আরও স্পষ্ট হবে। মহাজাগতিক রহস্য এভাবেই মানুষের সামনে উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.