Header Ads

পুরভোটে নয়া সমীকরণ, হাতেহাত কংগ্রেস ও নকশালপন্থীদের

নজরবন্দি ব্যুরো: রাজনীতিতে ফের নয়া সমীকরণ। চিরকালই তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়। যদিও মাঝেমধ্যে সমীকরণের বদল হয়েছে।
এরকমই এক নয়া সমীকরণ দেখা যাচ্ছে কংগ্রেস ও নকশালপন্থীদের মধ্যে। একদা যারা একে অপরের বিরোধিতা করে গিয়েছেন, আজ তারাই লড়াই করছেন এক সঙ্গে। কোথাও পুরভোটে নকশালপন্থীদের সমর্থনে কংগ্রেস প্রচার করবে। আবার কোথাও নকশালপন্থীরা প্রচার করবেন বাম ও অন্যান্য দলের প্রার্থীদের হয়ে।

এই লড়াকু মানসিকতা নিয়েই এবার কলকাতা পুরভোটে লড়াইয়ে নামতে চায় বাম সংগঠন। তাই কলকাতা পুরসভার নির্বাচনে কংগ্রেস-সহ ১৭টি দলকে সঙ্গে নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে নির্বাচন যুদ্ধে নামতে চলেছে তাঁরা। দিনকয়েক আগে বিমান বসু ফোন করেছিলেন লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষকে।
তিনি জানান, পুরভোট নিয়ে আলোচনায় বসতে চান। নকশালপন্থীদের মতোই আরজেডি ও অন্য দলগুলির সঙ্গেও ইতিমধ্যেই কথা বলতে শুরু করার তোড়জোড় শুরু করেছে আলিমুদ্দিন। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। আলিমুদ্দিন থেকে পাওয়া খবর, এমনভাবে প্রার্থী দেওয়া হবে যাতে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.