Header Ads

দক্ষিণ ভারতে ২৫টি আইএস জঙ্গী ডেরার হদিশ পেল ভারতীয় গোয়েন্দা সংস্থা

নজরবন্দি ব্যুরোঃ তামিলনাড়ুর স্পেশাল সাব-ইন্সপেক্টর উইলসনের খুনের রহস্য সমাধানে তদন্তে নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আর তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর বিষয় জানতে পারেন গোয়েন্দা আধিকারিকরা। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর দক্ষিণ ভারতে সক্রিয় রয়েছে বেশ কিছু আইএস জঙ্গি সংগঠন। তারমধ্যে জঙ্গী সংগঠনের ২৫টি ঘাঁটি ইতিমধ্যে শনাক্ত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
জায়গায় জায়গায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তামিলনাড়ু সীমান্তে সাব-ইন্সপেক্টর খুনের ঘটনায় দুজনের নাম উঠে আসে। অভিযুক্ত শামীম ও তৌফিককে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন কূখ্যাত জঙ্গি এস খাজা মইনকে দিল্লি পুলিশের গ্রেপ্তারের পর জঙ্গিরা প্রতিশোধ নিতেই তামিলনাড়ুর সাব-ইন্সপেক্টর কে খুন করে। এই খুনের মূল অভিযুক্ত দুজনকে লাগাতার জেরা করে এ ঘটনায় জঙ্গিদের যোগ রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা।
এরপর এই খুনের কিনারা করতে পুলিশ একের পর এক জঙ্গিদের ডেরায় হানা দিতে শুরু করে। গোটা দক্ষিণ ভারত জুড়েই সক্রিয় রয়েছে আইএস জঙ্গি সংগঠন। জঙ্গী সংগঠনের পঁচিশটি শনাক্ত করার পরই প্রত্যেকটিতে তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। এই খবর চাউর হতেই গোটা দক্ষিণ ভারতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.