স্ত্রী মোহনার ঠোঁটে ঠোঁট রেখে বিবাহবার্ষিকী পালন করলেন জিৎ,ছবি ভাইরাল
নজরবন্দি ব্যুরো :বিবাহবার্ষিকী সেলিব্রেশনে সেলিব্রেটিদের তুলনা হয় না। জীবনের এই স্পেশাল দিনটি কে স্পেশাল ভাবে উপভোগ করতে চান কাপেলরা। আজ এই রকম বিশেষ দিনে টলি অভিনেতা জিৎ মাতলেন তাঁর স্ত্রী মোহনার সাথে।
জিৎ এর সাথে দেখা গেল তাঁর স্ত্রী কে ঠোঁটে ঠোঁট রেখে দিনটিকে পালন করতে। তবে জিৎ তেমন সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ নয়। নিজের ব্যক্তিগত জীবন প্রচার করতে তেমন পছন্দ করে না জিৎ। তবে পছন্দের সুপার স্টারের এই রকম ছবি ভক্তদের খুব ভালো লেগেছে।
জিৎ এর সাথে দেখা গেল তাঁর স্ত্রী কে ঠোঁটে ঠোঁট রেখে দিনটিকে পালন করতে। তবে জিৎ তেমন সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ নয়। নিজের ব্যক্তিগত জীবন প্রচার করতে তেমন পছন্দ করে না জিৎ। তবে পছন্দের সুপার স্টারের এই রকম ছবি ভক্তদের খুব ভালো লেগেছে।


No comments