Header Ads

হবু শিক্ষকদের ভাগ্য খোলার সম্ভাবনা, সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে বিতর্ক চলছে তা কবে শেষ হবে তা এখনি বলা মুশকিল। আপারের নিয়োগ নিয়ে এখনও যেমন মামলা চলছে, তেমনি শিক্ষক নিয়োগ হয়ে যাবার পরেও নিয়োগের বৈধতা নিয়ে আদালতে দায়ের হয়েছে মামলা।
প্রাথমিক টেটের ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার রায় নিয়ে প্রার্থীদের একাংশ আদালতের দিকে তাকিয়ে। সেই মামলা শুনানি দ্রুত হতে চলেছে বলে আদালত সূত্রে যানা গিয়েছে। যদিও, প্রাথমিক পর্ষদ ৩৭ জন ওবিসি-এ প্রার্থীর ইন্টারভিউ আগেই শেষ করেছে।অনুমান ছিল, এই মামলা কোর্টে উঠলে সাধারণ, ওবিসি-বি, এসটি, এসসি প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু তা হয় নি, আবার প্রতিভা মণ্ডলের প্রাথমিক এর ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা কোর্টে উঠবে শুনানির জন্য। আর ওই দিকে তাকিয়ে আছে শিক্ষকদের অনেকেই।

যদিও এর আগে, কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন জানা গিয়েছিল যে শূন্যপদ সংক্রান্ত সমস্যার জেরে ইন্টারভিউ স্থগিত রয়েছে। ঝামেলা কেটে গেলেই পড়ে থাকা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই মামলায় প্রায় ১৩০ জনের মত মামলাকারীর মধ‍্যে প্রায় ৩৭ জন ওবিসি-এ মামলাকারীদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া জন্য ডাকা হয়েছিল চলতি বছরের ১৫ ই জানুয়ারি। পরবর্তী শুনানি আগামী ২৮শে ফেব্রুয়ারি। আর ওই শুনানির উপর বাকি পরীক্ষার্থীদের ভাগ্য নির্ভর করছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.