ফের ভূ-স্বর্গে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন
নজরবন্দি ব্যুরোঃ ফের ভূ-স্বর্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। আগামী ৪ঠা মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ইন্টারনেট ব্যবহার করে একাধিক অপকর্ম করা হচ্ছে। সীমান্তের ওপারের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে দেশে নাশকতামূলক কাজ কর্ম করার চেষ্টা চালাচ্ছে বেশ কিছু মানুষ।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর গত সপ্তাহে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে সন্ত্রাসবাদ মূলক কাজকর্ম চালানোর অভিযোগ উঠেছে। ভূ-স্বর্গে কিছুদিন শান্তি থাকলেও ফের অশান্ত হতে শুরু করে। আর তারই মোকাবিলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর আগস্টে ৩৭০ ধারা রদের পর থেকেই ক্রমশ পরিস্থিতি ভয়ানক হতে শুরু করে ভূস্বর্গে। সরকারের তরফে ১০০ দিনেরও বেশি সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।
পরে কিছুটা স্বাভাবিক ছন্দে কাশ্মীর ফিরতে থাকলে ইন্টারনেট পরিষেবা ধাপে ধাপে চালু করা হয়। কিন্তু পুনরায় সন্ত্রাসবাদ মূলক কাজ কর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠতে শুরু করে। বিশেষ করে সীমান্তের ওপারের সন্ত্রাসবাদীদের সঙ্গে ইন্টারনেট ব্যাবহার করে যোগাযোগ করা হচ্ছে বলে খবর আসার পর থেকেই স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। তাই ফের বন্ধ রাখা হল ভূস্বর্গের ইন্টারনেট পরিষেবা।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর গত সপ্তাহে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে সন্ত্রাসবাদ মূলক কাজকর্ম চালানোর অভিযোগ উঠেছে। ভূ-স্বর্গে কিছুদিন শান্তি থাকলেও ফের অশান্ত হতে শুরু করে। আর তারই মোকাবিলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর আগস্টে ৩৭০ ধারা রদের পর থেকেই ক্রমশ পরিস্থিতি ভয়ানক হতে শুরু করে ভূস্বর্গে। সরকারের তরফে ১০০ দিনেরও বেশি সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।

No comments