Header Ads

অভিনেতা তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ বাংলার প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা তাপস পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও বিধায়ক ছিলেন তাপস পাল।
তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর একটি টুইট করে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন। প্রয়াত অভিনেতার স্ত্রী ও কন্যার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
গত ২৮ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।  সেই হাসপাতালে কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি।
কিছুটা হলেও অবস্থার উন্নতি হচ্ছিল তাঁর।
এর মাঝেই  পরিবারের তরফে থাকে আমেরিকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।  কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল। আমেরিকা নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হল অভিনেতা তাপস পালের।  প্রবাদপ্রতিম অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.