ফিল্মফেয়ারের সমালচনা করলেন স্বয়ং সলমান
নজরবন্দি ব্যুরো :বেশ কয়েকবছর ধরেই চলছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক। অনেকের মতেই এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ করা হয় পক্ষপাতিত্ব। এই বছরেও পক্ষপাতিত্ব এর ব্যতিক্রম ঘটেনি। এবারে গল্লি বয় ছবিটি ফিল্মফেয়ারে পেয়েছে ১৩ টি অ্যাওয়ার্ড।যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন গীতিকার মনোজ মুন্তাশির।তাঁর কেশরি ছবি থেকে তেরে মিট্টি গানটির বদলে গলি বয় এর আপনা টাইম গানটি পুরস্কার পায়।
এছাড়া নবাগত অভিনেত্রী হিসাবে অনন্যা পাণ্ডকে পুরস্কার দেওয়া হয়। তা নিয়েও নেট দুনিয়াতে বেশ সমালচনা হয়। এই পক্ষপাতিত্বর করণে সুপারস্টার আমির খান কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না। অভিনেতা অক্ষয়কুমার ও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ,অ্যাওয়ার্ড শো-তে এসে নাচলে পুরস্কার দেওয়া হয়.এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভাইজান সলমান খান। তবে তাঁর এই মন্তব্য আজকের নয় বেশ অনেক বছর আগের। কিন্তু সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সাম্প্রতিক। সাল্লুভাই বলেছিলেন,যাদের নিজের কাজে বিশ্বাস নেই তাঁরাই অ্যাওয়ার্ডের পেছনে চোটে। তাই আমি এই সমস্ত অর্থহীন অনুষ্ঠানে যেতে পছন্দ করি না। কিন্তু যদি জাতীয় পুরস্কার হয় তাহলে সেটা অত্যন্ত সম্মানের বিষয়। সেখানে আমি অংশগ্রহন করতে চাই .আর যে সমস্ত ম্যাগাজিন থেকে এই সমস্ত অ্যাওয়ার্ড শো করে। সেই সমস্ত ম্যাগাজিন আমাদের জন্যি মার্কেটে আছে। অ্যাওয়ার্ডগুলি কখনই ছবি বা অভিনেতাদের গুনগত মান দেখে দেওয়া হয় না।তবে এই সাক্ষাৎকার বেশ পুরানো। কিন্তু বর্তমানে ভাইজান সব অ্যাওয়ার্ড শো তে যান ও কোমর দুলিয়ে নাচেন।সালমানের ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
এছাড়া নবাগত অভিনেত্রী হিসাবে অনন্যা পাণ্ডকে পুরস্কার দেওয়া হয়। তা নিয়েও নেট দুনিয়াতে বেশ সমালচনা হয়। এই পক্ষপাতিত্বর করণে সুপারস্টার আমির খান কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না। অভিনেতা অক্ষয়কুমার ও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ,অ্যাওয়ার্ড শো-তে এসে নাচলে পুরস্কার দেওয়া হয়.এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভাইজান সলমান খান। তবে তাঁর এই মন্তব্য আজকের নয় বেশ অনেক বছর আগের। কিন্তু সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সাম্প্রতিক। সাল্লুভাই বলেছিলেন,যাদের নিজের কাজে বিশ্বাস নেই তাঁরাই অ্যাওয়ার্ডের পেছনে চোটে। তাই আমি এই সমস্ত অর্থহীন অনুষ্ঠানে যেতে পছন্দ করি না। কিন্তু যদি জাতীয় পুরস্কার হয় তাহলে সেটা অত্যন্ত সম্মানের বিষয়। সেখানে আমি অংশগ্রহন করতে চাই .আর যে সমস্ত ম্যাগাজিন থেকে এই সমস্ত অ্যাওয়ার্ড শো করে। সেই সমস্ত ম্যাগাজিন আমাদের জন্যি মার্কেটে আছে। অ্যাওয়ার্ডগুলি কখনই ছবি বা অভিনেতাদের গুনগত মান দেখে দেওয়া হয় না।তবে এই সাক্ষাৎকার বেশ পুরানো। কিন্তু বর্তমানে ভাইজান সব অ্যাওয়ার্ড শো তে যান ও কোমর দুলিয়ে নাচেন।সালমানের ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
No comments