বাংলা চলচ্চিত্রে ইন্দ্র পতন, প্রয়াত তাপস পাল
নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা তাপস পালের জীবনাবসান। ভোররাতে ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে। ১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' ছবি দিয়ে অভিনয় জীবনে পদার্পণ। ভূয়সী প্রশংসা পায় তাঁর অভিনয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
'গুরুদক্ষিণা', 'বলিদান' 'কড়ি দিয়ে কেনা'র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন তাপস পাল। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। ২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় অভিনেতার। এর পরেই আসে পুলিশের হাতে গ্রেফতারি, তারপর ভুবনেশ্বরে হাজতবাস।
'গুরুদক্ষিণা', 'বলিদান' 'কড়ি দিয়ে কেনা'র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন তাপস পাল। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। ২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় অভিনেতার। এর পরেই আসে পুলিশের হাতে গ্রেফতারি, তারপর ভুবনেশ্বরে হাজতবাস।
No comments