অবনমনের আতঙ্ক কাটিয়ে অবশেষে জয় পেল লাল-হলুদ
নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলে কোচ হয়ে এসে প্রথম জয় পেলেন মারিয়ো রিভেরা। সোমবার মুম্বইয়ে লাল-হলুদ শিবির ৩-১ হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। সোমবার কুপারেজ স্টেডিয়ামে দীর্ঘদিনের জয়ের খরা কাটিয়ে সাফল্য এল লাল-হলুদ শিবিরে। এদিন শুরু থেকেই রক্ষণ শক্ত করে পালটা আক্রমণে যান কোলাডো-ক্রোমারা।
আর তাতেই আসে সাফল্য। ম্যাচের ৫ মিনিটের মাথাতেই প্রথম গোলটি পান কোলাডো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংয়ের গোলে সমতা ফিরিয়ে দেয় ইন্ডিয়ান অ্যারোজ। পালটা আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গলও। ৬২ মিনিটে আসির আখতার এবং ৬৬ মিনিটে রালটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন।এই জয়ের ফলে ১২ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে উঠে এল মারিও-র দল।
আর তাতেই আসে সাফল্য। ম্যাচের ৫ মিনিটের মাথাতেই প্রথম গোলটি পান কোলাডো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংয়ের গোলে সমতা ফিরিয়ে দেয় ইন্ডিয়ান অ্যারোজ। পালটা আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গলও। ৬২ মিনিটে আসির আখতার এবং ৬৬ মিনিটে রালটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন।এই জয়ের ফলে ১২ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে উঠে এল মারিও-র দল।
No comments