স্কুলের টিফিন নিয়ে চিন্তা,খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন ব্রেড পিৎজা
নজরবন্দি ব্যুরো :বাড়ির বাচ্চাদের খাওয়ার নিয়ে প্রতিদিন মায়ের চিন্তা। স্কুল থেকে অর্ধেক থেকে যাওয়া টিফিন প্রতিদিনই থাকে।
কি আর করবেন বাচ্চাদের যে চাই টেস্টি খাবার যেমন মেগি,চিপ্স,পিৎজা,বার্গার কিন্তু বেশি জাঙ্ক ফুড খাওয়া যে ভালো নয়। তাই বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আর তাদের জন্য টেস্টি খাবারও করতে হবে। তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন ব্রেড পিৎজা।দেখে নিন ব্রেড পিৎজা বানানোর সহজ উপায়।
ব্রেড পিৎজা বানানোর সামগ্রী: পাউরুটি ১ তা মোটা হলে ভালো হয় ,কুচি করা ক্যাপসিকাম ১ চামচ ,১ স্লাইড চিজ ,টমেটো সস ,পেঁয়াজ একটি ,চিলি ফ্লেক্স পরিমাণ মতো,পরিমান মত নুন
ব্রেড পিৎজা বানানোর সহজ পদ্ধতি: প্রথমে গরম তাওয়াতে পাউরুটি গুলো দিতে হবে। তারপর পাউরুটির ওপর একে একে স্লাইস চিজ, টমাটো সস,ক্যাপসিকাম কুচি,কর্ন,পেঁয়াজ,চিলি ফ্লেক্স,নুন হালকা আঁচে চেকে নিতে হবে। তারপর চিজতা গলা অব্দি অপেক্ষা করতে হবে চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করুন ব্রেড পিৎজা।
ব্রেড পিৎজা বানানোর সামগ্রী: পাউরুটি ১ তা মোটা হলে ভালো হয় ,কুচি করা ক্যাপসিকাম ১ চামচ ,১ স্লাইড চিজ ,টমেটো সস ,পেঁয়াজ একটি ,চিলি ফ্লেক্স পরিমাণ মতো,পরিমান মত নুন
ব্রেড পিৎজা বানানোর সহজ পদ্ধতি: প্রথমে গরম তাওয়াতে পাউরুটি গুলো দিতে হবে। তারপর পাউরুটির ওপর একে একে স্লাইস চিজ, টমাটো সস,ক্যাপসিকাম কুচি,কর্ন,পেঁয়াজ,চিলি ফ্লেক্স,নুন হালকা আঁচে চেকে নিতে হবে। তারপর চিজতা গলা অব্দি অপেক্ষা করতে হবে চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করুন ব্রেড পিৎজা।
No comments