Header Ads

কলকাতা, শিলিগুড়ির ভোট এপ্রিলে

নজরবন্দি ব্যুরো: মিউনিসিপালিটির ভোটের আগে দ্রুত কলকাতা সহ চারটি কর্পোরেশনের ভোট করে নিতে চায় নবান্ন। আপাতত তৃণমূল সূত্রে যা খবর, তাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ এই ভোটগুলি হতে পারে।
কলকাতা ছাড়া বাকি তিনটি কর্পোরেশন হল হাওড়া, শিলিগুড়ি ও আসানসোল। 

মার্চ মাস পর্যন্ত বিভিন্ন রাজ্যে পরীক্ষা চলছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। ফলে তার আগে ভোট হওয়ার সম্ভাবনা প্রায় নেই। একাংশের দাবি, ২৪ এপ্রিল কলকাতা সহ এই চারটি কর্পোরেশনের ভোট-গ্রহণ করা যায় কি না তা দেখা হচ্ছে।
তবে ওই দিন থেকে রমজান মাস শুরু। বিবেচনায় রাখতে হচ্ছে সে কথাও। রাজ্য সরকার মে মাসের মাঝামাঝি বাকি পুরসভাগুলির নির্বাচনের কাজ সেরে নিতে চাইছে।

তৃণমূল বোর্ডের মেয়াদ ফুরিয়েছে আগেই। আর এই নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। হাওড়া এখন মোটামুটি প্রশাসকের অধীন। শিলিগুড়ি বামেদের হাতে। বাকি দুটি তৃণমূলের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.