Header Ads

মোদী সরকারের সমালোচনা করায় রোষের মুখে ব্রিটিশ সাংসদ, বাতিল ই-ভিসা

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করে বেকায়দায় পড়লেন ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহাম। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ব্রিটিশ লেবার পার্টির সাংসদ আব্রাহাম। ব্যক্তিগত কাজে দুদিনের জন্য ভারতে এসেছেন তিনি। সোমবার ভারতের মাটিতে পা রাখার পর বুঝতে পারলেন মোদি সরকারের রোসের মুখে পড়েছেন। বিমানবন্দরে নেমে জানতে পারেন তাঁর ই ভিসা বাতিল করা হয়েছে। তাঁর অভিযোগ তাঁর সাথে অভব্য আচরণ করা হয়েছে। এমনকি অপরাধীর মত ব্যবহার করা হয়েছে তাঁকে। ডিপোর্টি সেলে বেশ কিছুক্ষণ আটকে রাখা হবে বলেও অভিযোগ। ভারত সরকারের এহেন ব্যবহারে রীতিমত সন্ত্রস্ত হয়ে পড়েন ব্রিটিশ সাংসদ। চরম দুশ্চিন্তাযর আশঙ্কা করছেন তিনি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তাঁর কি করা উচিত তিনি কিছুই বুঝতে পারছেন না। পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়ায় খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরাও। তবে কি মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করায় এমন ব্যবহার করা হল! তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্রিটিশ সাংসদের চরম হেনস্থার মুখোমুখি হওয়ার পর দু'দেশের সম্পর্ক কি আগের মতোই অটুট থাকবে তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.