Header Ads

আবার মিস্টার ইন্ডিয়া

নজরবন্দি ব্যুরো :'মিস্টার ইন্ডিয়া' এমন একটি সিনেমা যেটি এক সময়ে সুপারহিট সিনেমার মধ্যে অন্যতম। এবার এই অন্যতম সিনেমা মিস্টার ইন্ডিয়ার ট্রিলজি তৈরী করার পরিকল্পনা করে ফেলেছে পরিচালক আলি আব্বাস জাফর।

 জি স্টুডিয়োর সাথে হাত মিলিয়েছেন তিনি সুপার হিরো ট্রিলজি বানানোর জন্য। এই প্রজেক্টেক জন্য কাহিনী লিখছেন পরিচালক নিজে খোদ। পরিচালক আলী জানান ,'সবার পছন্দের এমন একটা আইকনিক চরিত্র কে নিয়ে কাজ করা খুবই দায়িত্বসম্পূর্ণ। স্ক্রিপ্টের কাজ এখনও একটু বাকি আছে ,স্ক্রিপ্টের কাজ সম্পূর্ণ হলেই শুরু হবে ছবির ক্যাসিং এর কাজ। বেশকিছু দিন আগে শোনা গেছিল মিস্টার ইন্ডিয়ার চরিত্রে অভিনয় করবেন রণবীর সিংহ। মোগ্যাম্বোর চরিত্রে দেখা যাবে শাহরুখ খানের এবং শ্রীদেবীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে কিন্তু এই কথা শুধুই জল্পনা মাত্র। তবে পরিচালক টুইটারে স্পষ্ট করে লিখেছেন এখনও কাস্টিং এর তিনি দেখুন শুরু করেননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.