Header Ads

পিছু হটল সরকার, কর্মচারীদের দাবি মানল রাজ্য, খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে

নজরবন্দি ব্যুরো: একাধিক ইস্যুতে রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের। কর্মচারীদের আগেই এই প্রস্তাব রেখে ছিলেন সরকারের কাছে। সেই প্রস্তাব মানা হয় নি। এবার সরকার কর্মচারীদের সেই দাবি মানতে চলেছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা রাজ্য সরকারের সব শ্রেণীর কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা সরকারি হাসপাতালে পে কেবিনে চিকিৎসার সুযোগ পাবেন। অর্থ দপ্তর এই সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে ইতিমধ্যে।
কর্মীদের ডিএ দেবার টাকা নেই রাজ্যের ! ফের কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন দিলীপ ঘোষ
এর আগে এব্যাপারে অর্থ দপ্তর যে নির্দেশিকা জারি করেছিল, তাতে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের একটা বড় অংশ সরকারি হাসপাতালে পে কেবিনে চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছিলেন না বলে অভিযোগ। এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। রাজ্য সরকারের নির্দেশিকা পরিবর্তনের দাবিও জানায় কর্মচারীরা।
অর্থ দপ্তরের নির্দেশিকায় প্রথমে জানান হয়েছিল, ১৭ হাজার থেকে ৪৫ হাজার টাকা বেতনের সরকারি কর্মী ও ৮৫০০ টাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা পর্যন্ত পেনশনভোগীরা স্বাস্থ্য প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে পে কেবিনে ভর্তির সুযোগ পাবেন না।
এর থেকে বেশি বেতন ও পেনশন প্রাপক সরকারি কর্মী-আধিকারিকদের ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন ধরনের পে কেবিন পাওয়ার যোগ্য বলে উল্লেখ করা হয়। বেতন বা পেনশনের পরিমাণ অনুযায়ী একজন থাকার বড় কেবিন, একজন থাকার ছোট কেবিন ও দুইজন থাকার বড় কেবিন চিহ্নিত করা হয়। ওই সংশোধিত নির্দেশে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়, ১৭ হাজার থেকে ৪৫ হাজার টাকা বেতনের কর্মী ও ৮৫০০ টাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা পেনশন প্রাপকরাও সরকারি হাসপাতালে দুইজন থাকার পে কেবিনে ভর্তি হতে পারবেন।
কলকাতার একাধিক হাসপাতালে ইতিমধ্যে পে কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। কলকাতা ও জেলার আরও সরকারি হাসপাতালে আগামী দিনে এই ব্যবস্থা চালু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.