মধ্যপ্রদেশে হবে না এনপিআর, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কমলনাথ
নজরবন্দি ব্যুরোঃ সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে আন্দোলন চলছে ভারতের সর্বত্র। কয়েকটি রাজ্যে বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনা হয়েছে। তারমধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। তবে কেন্দ্রের তরফে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে ভারতের সর্বোচ্চ কার্যকর হবে এনপি আর। কেন্দ্র সরকার জানিয়েছিল ১ এপ্রিল থেকে চালু হবে এনপিআরের কাজ। কিন্তু মধ্যপ্রদেশের এনবিআর চালু না করার হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁর বক্তব্য, এনপিআর কার্যকর করার পর এনআরসি চালুর পথেই হাঁটবে কেন্দ্র। কিন্তু মধ্যপ্রদেশে কোনোভাবেই এই আইন চালু করতে দেওয়া যাবেনা। এনপিআর নিয়ে এই প্রথম কোন কংগ্রেস শাসিত রাজ্য বক্তব্য দিল।
তবে কেন্দ্র সরকার এনপিআর চালু করতে মরিয়া হয়ে উঠেছে। আর এই আবহে কেন্দ্রের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। আগেই এনপিআর, এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে পথে নামতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর এই ঘোষণায় ফের চাপের মুখে পড়ল কেন্দ্রের বিজেপি সরকার।
No comments