রোজ ভ্যালি বিতর্ক, বাতিল হবে তাপসের বিরুদ্ধে চলা মামলা
নজরবন্দি ব্যুরো: রোজভ্যালি বিতর্কে আগেই নাম জড়িয়ে ছিল সদ্য-প্রয়াত অভিনেতা তাপস পালের। এবার আইনমত রোজ ভ্যালি মামলায় তাপস পালের বিরুদ্ধে প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। মামলা সবার বিরুদ্ধে চলবে।
শুধু সদ্য-প্রয়াত তাপসের বিরুদ্ধে প্রসিডিংস 'ড্রপড' হবে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবীদের একটা বড় অংশের বক্তব্য ,'সিভিল ম্যাটারে কারুর মৃত্যু হলে উত্তরাধিকারীকে জড়ানো যেতে পারে। ক্রিমিনাল ম্যাটারে এটা হবে না।'
প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপসের, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ পূর্ণতা পায় কলেজে পড়াকালীন।
তিনি নজরে পড়েন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের। বয়েস যখন ২২ বছর, মুক্তি পায় প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক হিট ছবি! সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা। উল্লেখ্য, সাহেব ছবির জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।বাংলার পাশাপাশি হিন্দিতেও তাপস পাল অভিনয় করেছেন, মাধুরী দীক্ষিতের বিপরীতে তিনি অভিনয় করেন অবোধ ছবিতে । তাঁর প্রয়াণে শোকে স্তব্ধ টলিপাড়া।
শুধু সদ্য-প্রয়াত তাপসের বিরুদ্ধে প্রসিডিংস 'ড্রপড' হবে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবীদের একটা বড় অংশের বক্তব্য ,'সিভিল ম্যাটারে কারুর মৃত্যু হলে উত্তরাধিকারীকে জড়ানো যেতে পারে। ক্রিমিনাল ম্যাটারে এটা হবে না।'
প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপসের, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ পূর্ণতা পায় কলেজে পড়াকালীন।
No comments