Header Ads

তাপস পালের মৃত্যুতে রাজনৈতিক তর্জা শুরু

নজরবন্দি ব্যুরোঃ প্রবাদপ্রতিম অভিনেতা তাপস পালের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন শাসক-বিরোধী নেতারা। বাংলা সিনেমার এক সময়কার সুপারস্টার তথা প্রাক্তন তৃণমূল সাংসদ ও বিধায়ক তাপস পালের মৃত্যুতে রাজনীতির যোগ নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। অভিনেতার মৃত্যুর পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন “ তাপস পালের রাজনৈতিক ক্যারিয়ার থেকে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া উচিত। কারা ভালো মানুষকে খারাপ করছেন এটা বোঝা দরকার।
তিনি অসময়ে চলে গেলেন অসময়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি। যে ভাবে কষ্ট পেয়ে তাঁর মৃত্যু হল তার জন্য দায়ি যাঁদের সঙ্গে ছিলেন তিনি।” শুধু তাই নয় এমনকি দিলীপ ঘোষ বলেন “তাপস পালের রাজনৈতিক ক্যারিয়ার দেখে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া উচিত যে কারা এখানে রাজনীতি করছেন। বোঝা উচিত সকলের কারা এখান থেকে রাজনীতি করে ভালো মানুষকে খারাপ করছেন।’’ নাম না করে তৃণমূলকে যে নিশানা করতে ছাড়েননি দিলীপ সেটা বলার অপেক্ষাই রাখেনা। বিজেপি নেতার বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন “ তাপস অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
কেন্দ্র সরকারের বদলা নেওয়ার নীতি তাঁকে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য করেছিল। রোজভ্যালি কাণ্ডে মিথ্যে অভিযোগ তুলে হয়রানি করায় বিধ্বস্ত ছিলেন তিনি। আর সে জন্যই মৃত্যু হয়েছে তাঁর। আত্মার শান্তি কামনা করি”। প্রসঙ্গত ২০১৬তে রোজভ্যালি কান্ডে নাম জড়িয়েছিল তাঁর। এমনকি কারাবাসও তাঁকে করতে হয়। তারপর তাঁকে আর প্রকশ্যে দলের অনুষ্ঠানে দেখা যায় নি তাঁকে। শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে অভিনেতার মৃত্যু নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হওয়ায় তাঁর কাছের মানুষরা বলছেন রাজনীতিতে না এলেই বোধায় ভালো করতেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.