Header Ads

দিনশেষ ফ্রি তে ওয়াই ফাই এর, পরিষেবা তাড়াতাড়ি বন্ধ করতে চলেছে গুগল।

নজরবন্দি ব্যুরো: রাস্তাঘাটে যেখানেই স্মৃতি ওয়াই-ফাই পাওয়া যাচ্ছে সেখানেই মানুষ টিকটক হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঢুকে পড়ছে কিন্তু আর হয়তো এই পরিষেবা ফ্রিতে পাওয়া যাবে না এমনটাই জানালেন গুগল। দেশের ৪০০ টি স্টেশনে ফ্রি ওয়াইফাই দিয়ে যাচ্ছে গুগল। এবার এই সার্ভিস বন্ধ করতে যাচ্ছে জায়েন্ট সার্চ ইঞ্জিন। গুগল জানিয়েছেন ২০১৫ থেকে ভারতীয় রেলওয়ে এবং রেলটেল এর সঙ্গে পার্টনারশিপে দেশের চারটি ব্যস্ত স্টেশনে প্রথম বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিতে শুরু করেছিলেন।
 ২০১৮ সালের জুনে সেই চুক্তি শেষ হয়ে যায়। এছাড়া রেল টাটা ট্রাস্ট পাওয়ার গ্রিড কর্পোরেশন সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে আরও অনেক স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু করছে। ৫৫০০টি স্টেশনের রেল যাত্রীরা বিনামূল্যে নেট পরিষেবা পাবে। গুগল বলছে রাষ্ট্র যখন নিজেই অন্য মাধ্যমে শুরু করছে তাই গুগল স্টেশনের পরিষেবা চালাতে পারছে না। তাই আর ফ্রিতে সিনেমার ডাউনলোডার অ্যাপ অাপডেট করা যাবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.