ঊষসীর জীবনে জুন আন্টি বিড়ম্বনা, কেন?
নজরবন্দি ব্যুরো :শ্রীময়ী ধারাবাহিক এই সময়ের একটি খুবই জনপ্রিয় ধারাবাহিক। শ্রীময়ী ধারাবাহিকের টিআরপি যেমন হিট ঠিক তেমনি শ্রীময়ী দর্শকদের মনেও অনেকটা জায়গা করে নিয়েছে। সবার যেমন শ্রীময়ী কে দেখলে আনন্দ লাগে ,করুণা হয় তেমনি অন্য দিকে জুন আন্টি কে দেখলে সবার রাগ হয়। কিন্তু এই রাগ রইল লাইভ পর্যন্ত থাকায় ভালো। কিন্তু যদি রিয়্যাল লাইফে অ্যাফেক্ট করে তাহলে। ঠিক এমনি হয়েছে ঊষসী ওরফে জুন আন্টির সাথে।ঊষসীর রিল লাইফ আর রিয়্যাল লাইভ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। রাস্তাঘাট থেকে শুরু করে কোন অনুষ্ঠান বাড়িতে বেকার বেকার অনেক খারাপ কথা শুনতে হচ্ছে ঊষসীকে।
আবার অনেক খারাপ মেয়ে ভেবে তার থেকে এড়িয়ে যাচ্ছে। একরাশ হতাশা নিয়ে ঊষসী বলেছেন ,এখন আমার নিজেরই অস্বস্তি লাগছে। বিয়ে বাড়ি গিয়েছিলাম সে কাহ্নে আমাকে তিন চার জন বাজে কথা শুনিয়ে দিলেন। অনেকে আবার আমার বন্ধুবান্ধবদের সাবধান করছে আমার যোগাযোগ না রাখতে। পর্দার আমি আর বাস্তবের আমি যে আলাদা তা ওদের কে বোঝাবে। আবার অন্যদিন থেকে ভেবেও ভালো লাগে যে আমি জুন চরিত্রটাকে রিয়্যাল ভাবে তৈরী করতে পেরেছি। এছাড়া ঊষসী বলেন একদিন দেখি সিএএ বিরোধী একটি পোস্টারে দেখলাম লেখা 'অমিত শাহ তুমি জুন আন্টির থেকেও খারাপ।
আবার অনেক খারাপ মেয়ে ভেবে তার থেকে এড়িয়ে যাচ্ছে। একরাশ হতাশা নিয়ে ঊষসী বলেছেন ,এখন আমার নিজেরই অস্বস্তি লাগছে। বিয়ে বাড়ি গিয়েছিলাম সে কাহ্নে আমাকে তিন চার জন বাজে কথা শুনিয়ে দিলেন। অনেকে আবার আমার বন্ধুবান্ধবদের সাবধান করছে আমার যোগাযোগ না রাখতে। পর্দার আমি আর বাস্তবের আমি যে আলাদা তা ওদের কে বোঝাবে। আবার অন্যদিন থেকে ভেবেও ভালো লাগে যে আমি জুন চরিত্রটাকে রিয়্যাল ভাবে তৈরী করতে পেরেছি। এছাড়া ঊষসী বলেন একদিন দেখি সিএএ বিরোধী একটি পোস্টারে দেখলাম লেখা 'অমিত শাহ তুমি জুন আন্টির থেকেও খারাপ।
No comments