আমি আমার ভালো বন্ধুকে হারালাম, ওর জায়গা কেউ নিতে পারবেনা - প্রসেনজিৎ
নজরবন্দি ব্যুরোঃ তাপস পালের মৃত্যুতে শোকাহত গোটা টলিপাড়া। শোকস্তব্ধ প্রয়াত তাপস পালের সহকর্মীরা। তাঁর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়। চিরঞ্জিৎ, দেব, টোটা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ অন্যান্যরাও । অভিনেতা চিরঞ্জিৎ শোকস্তব্ধ হয়ে হয়ে বলেন, তাপস আমার ভাই ছিল। আমি আমার ভাইকে হারালান।
প্রয়াত অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছেন সকলে। ঘটনাটি জানার পড়ে শোকস্তব্ধ প্রসেনজিতও। উত্তরবঙ্গে শুটিং চলাকালীন হঠাৎ-ই এমন একটা খবের ভেঙ্গে পড়েছেন তিনি। তিনি জানান, বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে 'দাদার কীর্তি' ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবি বাংলা সিনেমা জগতে নতুন আলো দেখিয়েছিলেন। তিনি বলেছেন তাপস শুধু আমার প্রতিদ্বন্দ্বী অভিনেতা বা সহকর্মী ছিলেন না।
সে আমার একজন ভালো বন্ধুও ছিলেন। তাঁর চলে যাওয়া সিনেমা জগতের নক্ষত্রপতন। আমি আমার এক খুব কাছে বন্ধুকে হারালাম, ওর জায়গা কেউ নিতে পারবে না। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, একটা যুগ একটা গুরুত্বপুর্ণ সময়ের অবসান হয়ে গেল তাপসদার মৃত্যুর সাথে। তাঁর অভিব্যক্তি, অভাবনীয় অভিনয় ক্ষমতা বাঙালি কখন ভুলতে পারবে না। অনেক দুর্দিনের মধ্যেও তাপাসদা বাংলা সিনেমাকে এবং বাঙালি দর্শকদের সুদিন দেখিয়ে ছিলেন। তাঁর কাছ থেকে অনেক স্নেহ, মমতা, ভালবাসা পেয়েছি। তাপসদা তাঁর স্ত্রী নন্দিনী দির কাছ থেকে অনেক অভিমান নিয়েই হয়তো চলেন গেলেন।
সবার অগোচরে, নিঃশব্দে সে চলে গেলো সবাইকে ছেড়ে। ঋতুপর্ণা বলেন, তুমি যেখানেই থাকো, ভাল থাকো। দেব বলেছেন, তাপস পাল সুপারস্টার ছিলেন ঠিক সেই সময়েই আমার হাতেঘড়ি অভিনয় জগতে। তাঁর অভিনয় দেখেই প্রজন্ম বড় হয়েছে। আমি তাঁর সাথে 'চ্যালেঞ্জ-২' আর 'মন মানে না' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সময়ে আমি বুঝেছিলাম তিনি শুধু অভিনেতা নন, একজন বড় মনের মানুষও ছিলেন। অভিনয় প্রেমী মানুষরা তাপস পাল কে খুব ভালোবাসতেন পছন্দও করতেন। তিনি মানুষকে সাহায্য করতেন। তাঁর অভিনয় সাড়া জীবন মানুষের মনে জায়গা করে থাকবেন।
দেব বলেছেন, বাংলা ছবি যতদিন থাকবে তাপস পালও ততদিন সবার মাঝে জীবিত থাকবেন। অভিনেতা টোটা রায়চৌধুরী তাপস পালের কথা বলতে গিয়ে দুঃখ প্রকাশ করে একটা ছোট্ট ঘটনার কথা বলেছেন। তিনি বলেছেন, প্রথম ছবি থেকেই আমি তাপসদাকে পেয়েছি। ওনার ছবিতে গেস্ট অ্যারিয়ারেন্স ছিল। আমার ডাবিং চলছিল সেই ছবিতে। তখনই তিনি সেই জায়গায় আসেন এবং আমাকে বললেন চালিয়ে যাও, তবে বাঙালিয়ানা বজায় রেখো। কথাটা মনে ধরেছিল আমার। তখন তিনি বড় বড় হিট দিচ্ছেন ইন্ডাস্ট্রিকে। একজন নবাগতের সঙ্গে যেভাবে ব্যবহার করেছিলেন তিনি সেদিন, তা ভোলা যায় না। খুব সাবলীল ছিলেন তাপসদা।
প্রয়াত অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছেন সকলে। ঘটনাটি জানার পড়ে শোকস্তব্ধ প্রসেনজিতও। উত্তরবঙ্গে শুটিং চলাকালীন হঠাৎ-ই এমন একটা খবের ভেঙ্গে পড়েছেন তিনি। তিনি জানান, বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে 'দাদার কীর্তি' ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবি বাংলা সিনেমা জগতে নতুন আলো দেখিয়েছিলেন। তিনি বলেছেন তাপস শুধু আমার প্রতিদ্বন্দ্বী অভিনেতা বা সহকর্মী ছিলেন না।
সবার অগোচরে, নিঃশব্দে সে চলে গেলো সবাইকে ছেড়ে। ঋতুপর্ণা বলেন, তুমি যেখানেই থাকো, ভাল থাকো। দেব বলেছেন, তাপস পাল সুপারস্টার ছিলেন ঠিক সেই সময়েই আমার হাতেঘড়ি অভিনয় জগতে। তাঁর অভিনয় দেখেই প্রজন্ম বড় হয়েছে। আমি তাঁর সাথে 'চ্যালেঞ্জ-২' আর 'মন মানে না' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সময়ে আমি বুঝেছিলাম তিনি শুধু অভিনেতা নন, একজন বড় মনের মানুষও ছিলেন। অভিনয় প্রেমী মানুষরা তাপস পাল কে খুব ভালোবাসতেন পছন্দও করতেন। তিনি মানুষকে সাহায্য করতেন। তাঁর অভিনয় সাড়া জীবন মানুষের মনে জায়গা করে থাকবেন।
No comments