জামিয়া কাণ্ডের চার্জশিটে মূল চক্রি হিসাবে নাম গেল শারজিল ইমামের
নজরবন্দি ব্যুরোঃ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে চলছিল সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন। সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে আন্দোলনে পথে নেমে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশও ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ুয়াদের বেধড়ক মারধর করে। এই হামলার ঘটনায় চার্জশিট দিল দিল্লি পুলিশ।
গত ১৩ ডিসেম্বর এই মর্মে আদালতে চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ। চার্জশিটে মোট ১৮ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হাঙ্গামা, সম্পত্তি নষ্ট ও বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বড় বড় করে নাম রাখা হয়েছে আইআইটির প্রাক্তনী শারজিল ইমামের। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে।
পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান, মোবাইলফোনের রেকর্ড দেখানো হয়েছে। এমনকি পুলিশের তরফে দাবি করা হয়েছে জামিয়া চত্বরে বুলেটের পাওয়া গিয়েছে তা আন্দোলনকারীদের কাছেই ছিল।পাল্টা ঘটনার দিন পুলিশের লাঠিচার্জের নির্মম ফুটেজ প্রকাশ করেছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়া নিয়ে সমালোচনায় সরব হয়েছেন দেশের বুদ্ধিজীবীরা।
গত ১৩ ডিসেম্বর এই মর্মে আদালতে চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ। চার্জশিটে মোট ১৮ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হাঙ্গামা, সম্পত্তি নষ্ট ও বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বড় বড় করে নাম রাখা হয়েছে আইআইটির প্রাক্তনী শারজিল ইমামের। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে।
No comments