ছোটবেলা থেকে তাপসী দেখেছেন কি অসম্ভব চাপ নিয়ে সংসার করেছেন তাঁর মা
নজরবন্দি ব্যুরো :ভ্যালেন্টাইন্স ডে তে তাপসী দর্শকদের জন্য আনলেন নতুন চমক। তিনি ভ্যালেন্টাইন্স ডে এর দিন আপলোড করলোন একটি নতুন ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে তাপসী কে তাপসীকে সম্মন্ধ দেখতে এসেছে ছেলের বাড়ি থেকে।
খাওয়ার প্রসঙ্গেই আসে থাপ্পড়ের কথা। এমন করে থাপ্পড়ের ব্যপারে কথা বলা হয় যেন থাপ্পড় কোন বিষয় নয় সাধারণ ব্যাপার। এসব যেন বাড়িতে চলতেই থাকে। তাপসী স্বাভাবিক ভাবেই বলেন ছোটবেলা থেকেই আমি থাপ্পড় খেতে দেখেছি। মায়ের একগাল দেখেছি বাবার অফিসে স্ট্রেস আর বাড়ির স্ট্রেস র থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের সাথে আমি খুবই পরিচিত এই কথা বলে সমাজের প্রতি একটি বড় থাপ্পড় দিয়েছেন তাপসী। ছেলের বাড়ি ও ছেলে রাজি তাপসীকে বিয়ে করতে কিন্তু তাপসি বলেন আমি বিয়ে করতে রাজি তোমাকে কিন্তু আমি তোমাকে ভালোবাসিনা। কারন যে ভালোবাসে সে থাপ্পড় দিতে পারে না। প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স। ভালোবাসার দিবসের এই ভিডিয়োর মাধ্যমে গোটা বিশ্বে কাছে এই প্রশ্নই ছুড়লেন তাপসী।ভিডিয়োটি দেখলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
খাওয়ার প্রসঙ্গেই আসে থাপ্পড়ের কথা। এমন করে থাপ্পড়ের ব্যপারে কথা বলা হয় যেন থাপ্পড় কোন বিষয় নয় সাধারণ ব্যাপার। এসব যেন বাড়িতে চলতেই থাকে। তাপসী স্বাভাবিক ভাবেই বলেন ছোটবেলা থেকেই আমি থাপ্পড় খেতে দেখেছি। মায়ের একগাল দেখেছি বাবার অফিসে স্ট্রেস আর বাড়ির স্ট্রেস র থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের সাথে আমি খুবই পরিচিত এই কথা বলে সমাজের প্রতি একটি বড় থাপ্পড় দিয়েছেন তাপসী। ছেলের বাড়ি ও ছেলে রাজি তাপসীকে বিয়ে করতে কিন্তু তাপসি বলেন আমি বিয়ে করতে রাজি তোমাকে কিন্তু আমি তোমাকে ভালোবাসিনা। কারন যে ভালোবাসে সে থাপ্পড় দিতে পারে না। প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স। ভালোবাসার দিবসের এই ভিডিয়োর মাধ্যমে গোটা বিশ্বে কাছে এই প্রশ্নই ছুড়লেন তাপসী।ভিডিয়োটি দেখলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।

No comments