Header Ads

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের নয়া উদ্দ্যোগ ,জেনে নিন

নজরবন্দি ব্যুরো :জীবনের সব থেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক। ১৮ ই ফ্রেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। হাতে রয়েছে মাত্র ২ দিন। এই সময়ে ছাত্রছাত্রীদের প্রয়োজন মনসংযোগের কিন্তু চারিদিকে মাইক ও উচ্চস্বরে গান বাজানোর দ্বারা ছাত্রছাত্রীদের মনসংযোগ নষ্ট হয়।
 এতে তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই মাইক বাজানো বা উচ্চস্বরে গান বাজানো নতুন কিছু নয়। তবে বেশ কিছু বছর ধরেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে পর্ষদ। অন্যবারের মত এইবার ও বেশ করেকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এইবার জানানো হয়েছে মাইক বা উচ্চস্বরে গান বাজানো হলে ইত্যাদি অসুবিধাতে পড়লে ছাত্রছাত্রীরা পুলিশের দেওয়া ৪ টি নম্বরে ফোন করতে পারেন। সম্পত্তি ফেসবুকে এই বার্তা দিয়েছেন কলকাতা পুলিসের নগরপাল অনুজ শর্মা। তিনি জানিয়েছেন ১০০ নম্বরে ফোন করার জন্য। এছাড়াও যে কোন সময়ে পরীক্ষার্থীরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নিম্ন লিখিত নম্বর গুলিতে। নম্বর গুলি হল ৯৪৩২৬১০৪৪৩ ,৯৪৩২৬১১০৪৪৬,৯৮৭৪৯০৩৪৬৫,৯৪৩২৬২৪৩৬৫।এই হেল্পলাইন ইতিমধ্যে চালু হয়ে গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.