Header Ads

বিতর্কের মধ্যে শিক্ষক নিয়োগ করছে রাজ্য, সরাসরি ইন্টারভিউয়ে ডাক

নজরবন্দি ব্যুরো: শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রীর। এবার কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শীঘ্রই কলেজে অতিথি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভেরিফিকেশন। নথি যাচাইয়ের পরই ইন্টারভিউ রাউন্ড। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তথ্য ঠিক থাকলে , চাকরিপ্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউয়ে। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর দাবি, অধ্যক্ষ-অধ্যাপকদের বেতন বৈষম্য মিটছে ।
পার্শ্বশিক্ষকদের এখন আর রাস্তায় বসার কারণ নেই। শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, আর্থিক সমস্যা সত্ত্বেও আপনাদের দাবি মেটানোর চেষ্টা হচ্ছে। কাজ বন্ধ করে কোনও সমস্যার সমাধান হয় না। নিজেদের নয়,পড়ুয়াদের কথা ভাবুন। পড়াশোনায় অবহেলা কড়া উচিত নয়।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.