দিল্লিতে ব্যাপক জয়ের পর আঞ্চলিক নির্বাচনে লড়ে জাতীয় দলের স্বীকৃতি চায় আপ
নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে ব্যাপক জয়লাভের পর এবার জাতীয় দল হিসাবে পরিচিতি পেতে চাইছে আম আদমি পার্টি। কেজরীওয়ালকে জাতীয় জাতীয় মুখ হিসাবে রেখেই সারা দেশ জুড়েই প্রচারে নামছে আপ। পজিটিভ জাতীয়তাবাদকেই নিজেদের প্রচারের মূলমন্ত্র হিসাবে আপ কাজে ভারত জুড়ে ঝাঁপিয়ে পড়তে বলে সূত্রের খবর। এবার আঞ্চলিক নির্বাচন গুলিতেও নিজেদের প্রার্থী দেবে আপ। আগেও একাধিক রাজ্যে দলের তরফে প্রার্থী দিয়েছিল আপ। তখন যদিও ফল মোটেই ভালো হয় নি। মধ্যপ্রদেশ এবং গুজরাটের আঞ্চলিক ভোটে পাখির চোখ রয়েছে আপের। তবে পাঞ্জাবের নির্বাচনেও আপ অংশ নেবে বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই হুহু করে বাড়ছে আপের সদস্য সংখ্যা। দিল্লি জয়ের পর পশ্চিমবঙ্গেও আপের বেশকিছু সমর্থক তৈরি হয়। এবার দিল্লির বাইরেও সংগঠন বাড়াতে চাইছে আপ। তবে দিল্লির বাইরে আপ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।

No comments