Header Ads

এবিভিপি-র সঙ্গে যুক্ত ছিলেন অমিত মিত্র! বিস্ফোরক সিপিআই(এম) বিধায়ক

নজরবন্দি ব্যুরো: গতকাল বিধানসভায় অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে আক্রমণ করলেন সিপিআই(এম) বিধায়ক তন্ময় ভট্টাচার্য।
তাঁর দাবি, বিদেশে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মঞ্চে বক্তব্য রেখেছেন অমিত মিত্র। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যর এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন অমিত মিত্র। বিধানসভায় অধিবেশন চলাকালীন তন্ময় ভট্টাচার্যের মন্তব্যে বেশ শোরগোল শুরু হয় বিধানসভা কক্ষে।
অমিত মিত্র বিদেশে পড়াকালীন এবিভিপি-র মঞ্চে বক্তব্য রেখেছেন বা তিনি কোনওভাবে এবিভিপি-র  সঙ্গে যুক্ত ছিলেন এই কথা মানতে রাজি ছিলেন না শাসকদলের বিধায়করা। শোরগোল শুরু হওয়ায় তন্ময় ভট্টাচার্যকে কড়াভাবে ভর্ৎসনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শেষে সমগ্র বিষয়টি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.