Header Ads

ভরা বিধানসভায় সিপিআই(এম) বিধায়ককে ধর্ষণের হুমকি তৃণমূল বিধায়কের

নজরবন্দি ব্যুরোঃ অন্যান্য দিনের মত অধিবেশন চলছিল বিধানসভায়। প্রথমটায় সব ঠিকঠাক থাকলেও ছন্দপতন ঘটে শাসক দলের এক বিধায়কের বক্তৃতা দেওয়ার সময়ই। এক নজিরবিহীন ঘটনা ঘটল বিধানসভায়। বর্ধমানের মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম বাজেট প্রসঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন। আর তাঁর বক্তৃতা নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁর বক্তৃতা চলাকালীন জামুরিয়ার সিপিআই(এম) বিধায়ক জাহানারা খান নাগাড়ে তোপ দাগতে থাকেন। দুজনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারমাঝেই মেজাজ হারিয়ে নার্গিস বেগম সিপিএম বিধায়ক জাহানারাকে বলেন “তোমার ধর্ষণ হবে...।”
এই মন্তব্যে কার্যত হতবাক হয়ে যান সবাই। সিপিএম বিধায়ক জাহানারা হাউহাউ করে কেঁদে ফেলেন। পরে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানান তিনি। ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন শাসক-বিরোধী বিধায়করা। এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন খোদ ফিরহাদ হাকিম। তৃণমূল বিধায়কের বেলাগাম মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্পীকার। তবে পুরো বিষয়টি স্লিপ অব টাং’ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম নার্গিস বেগম। তাঁর দাবি তিনি ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে ভুলকরে এমনটা বলে ফেলেছেন। এ জন্য তিনি দুঃখিত বলেও জানিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.