দ্বিতীয়বার ও পুত্র সন্তানের মা হলেন লিজা হেডন
নজরবন্দি ব্যুরো :অভিনেত্রী লিজা হেডন আবারও মা হলেন। এবারও পুত্র সন্তানেরই মা হলেন তিনি। নিজের ইনস্ট্রাগ্রামে নিজেই নিজের সন্তানের ছবি পোস্ট করলেন।
যেখানে লিজার বড়ো ছেলে কে দেখা যাচ্ছে তাদের বাড়ির নতুন অতিথি অর্থাৎ তাঁর ছোট ভাইয়ের হাত ধরে থাকতে।দেখে বোঝাই যাচ্ছে লিজার বড় ছেলে খুবই খুশী তাঁর ছোটো ভাই কে পেয়ে। তবে সেই ছবিতে ধরা পড়লো তাঁর দুই ছেলে কিন্তু লিজা বা তাঁর স্বামী লালওয়ানিকে দেখা যায়নি। কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় লিজা ফটোশ্যুট করেছিলেন।আর সেই ফটোশ্যুটে লিজা কে দেখা গেছিল বোল্ড অবতারে। এই ফটোশ্যুটের ছবি গুলো ভাইরাল হয়ে গেছিল। তবে দ্বিতীয়বার মা হয় নিয়ে মুখ খোলেননি লিজা।
যেখানে লিজার বড়ো ছেলে কে দেখা যাচ্ছে তাদের বাড়ির নতুন অতিথি অর্থাৎ তাঁর ছোট ভাইয়ের হাত ধরে থাকতে।দেখে বোঝাই যাচ্ছে লিজার বড় ছেলে খুবই খুশী তাঁর ছোটো ভাই কে পেয়ে। তবে সেই ছবিতে ধরা পড়লো তাঁর দুই ছেলে কিন্তু লিজা বা তাঁর স্বামী লালওয়ানিকে দেখা যায়নি। কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় লিজা ফটোশ্যুট করেছিলেন।আর সেই ফটোশ্যুটে লিজা কে দেখা গেছিল বোল্ড অবতারে। এই ফটোশ্যুটের ছবি গুলো ভাইরাল হয়ে গেছিল। তবে দ্বিতীয়বার মা হয় নিয়ে মুখ খোলেননি লিজা।


No comments