কংগ্রেসের বিরোধিতার সত্ত্বেও মহারাষ্ট্রে এনপিআর চালুর সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের
নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জীর প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন-বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছিল। প্রথম থেকেই এনআরসি, সিএএ ও এনপিআরের বিরোধিতা করে রাস্তায় নামতে দেখা গিয়েছে কংগ্রেসকে। কিন্তু এবার কংগ্রেসের সেই বিরোধিতাই এবার প্রশ্নের মুখে। মহারাষ্ট্রে দ্রুত চালু হবে এনপিআর বা ন্যাশন্যাল পপুলেশন রেজিস্ট্রার। এমনটাই জানিয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সে রাজ্যেই শিবসেনা, এনসিপির সঙ্গে কংগ্রেস জোট শরিক ছিল। আর সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেই চাইছেন রাজ্যে লাগু হোক এনপিআর। আগামী ১ মে থেকে মহারাষ্ট্রে চালু হতে চলেছে ন্যাশন্যাল পপুলেশন রেজিস্ট্রার।
এই খবর চাউর হতেই রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেয় কংগ্রেস। কিন্তু শিবসেনা এনপিআরের সমর্থন করে। তবে সরকারের সিদ্ধান্ত নিয়ে মুখে কুলুপ এঁটেছে এনসিপি। এই পরিস্থিতিতে রাজ্যের মুসলিম সংগঠনগুলির প্রতিনিধিরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিষয়টি নিয়ে আলাপআলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর জুনের মধ্যেই এনপিআর শেষ করতে চাইছে রাজ্য।

No comments