Header Ads

ভ্যালেন্টাইন্স ডে র আগে নতুন পোশাকে সানি লিওন ,যা রীতিমত ভাইরাল

নজরবন্দি ব্যুরো:সানি লিওন নামেই একটু থমকে যাওয়া। তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। ভ্যালেন্টাইন দে উপলক্ষে উষ্ণ পোশাকে ছবি সস্যোশাল মিডিয়ায় আপলোড করলেন খোদ সানি। আর তার পরেই তাঁর ছবি ভাইরাল। এই ছবিতে সানি পড়েছিলেন একটি সাদা গ্রাউন। সেই গ্রাউনটি পাশ থেকে কাটা। সাদা গ্রাউনটিতে রয়েছে হালকা গোলাপি -নীলাভ-বেগুনীর ছোয়া। তাঁর সাথে চুলটি উঁচু করে বাধা। তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ইতিমধ্যে তাঁর আর সানির ভ্যালেন্টাইন্স ডে'র পরিকল্পনা ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। ১৩ তম বার্ষিক এশিয়া ওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরামের একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করেন সানি । সেখানে তাঁকে পুরস্কিত করা হয় স্ওম্যান এমপাওয়ারমেন্ট' অ্যাওয়ার্ড এ। এই অনুষ্ঠানে সানি এই সাদা গ্রাউনটি পড়েন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.