Header Ads

প্রকাশ্যে এল গোলন্দাজ বাহিনীর ফাস্ট লুক ,দেখে নিন এক নজরে

নজরবন্দি ব্যুরো :দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'গোলন্দাজ' নিয়ে সবাই খুব একসাইটেড। কিছগু দিন আগে মুক্তি পেয়েছিল গোলন্দাজের পোস্টার তাঁর সাথে আমরা এটা ও জেনে ছিলাম দেব ছাড়া এই ছবিতে দেখা যাবে অনির্বান ভট্টাচার্য , গায়ক শ্রীকান্ত আচার্য ,ইন্দ্রাশীস রায় ইশা সাহা প্রমুখদের।

 কিন্তু ইতিমধ্যেই মুক্তি গোলন্দাজ বাহিনীর লুক। 'ভারতীয় ফুটবলের জনক' নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি জীবন কাহিনী নিয়ে তৈরী হচ্ছে এই ছবি। পরিচালক চরিত্রের কাস্টিং করেছে দারুন। চরিত্র গুলির লুক দেখে মনে হচ্ছে বাস্তব ধর্মী।

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির বাবা সূর্যকুমার সর্বাধিকারির চরিত্রে অভিনয় করছেন গায়ক শ্রীকান্ত আচার্য। মানে ছবিতে তিনি দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন। পোস্টারে দেখা যাচ্ছে গায়ক শ্রীকান্ত আচার্য কে লম্বা ধূসর রঙের দাড়ি ,গায়ে শাল ,চোখে সোনালী রঙের চশমা ,শ্রীকান্ত আচার্যের লুক একেবারে সূর্যকুমার সর্বাধিকারিরমতো লাগছে।

 ইশা সাহা কে দেখা যাচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির স্ত্রী এর ভূমিকায়। যিনি নাকি শোভাবাজার রাজবাড়ির মেয়ে। ইশা কে দেখা যাচ্ছে কপালে লালা রঙের টিপ্ ,সিঁথি ভর্তি সিঁদুর ,লাল শাড়ি ,ভারী গয়না পরে দেখা যাচ্ছে কমলিনি কে।

শোভাবাজার রাজবড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় দেখা যাচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত। মোটা গোঁফ,পাঞ্জাবি ,গায়ে শাল লুকে দেখা যাচ্ছে পদ্মনাভ কে।

ইন্দ্রাশীসকে দেখা যাবে দেশপ্রেমিক ফুটবলার জিতেন্দ্র এর ভূমিকায়। ইন্দ্রাশীস কে দেখা যাচ্ছে খালি পায়ে ফুটবল খেলতে ব্যাস্ত।

এছাড়া এই ছবিতে একটি বিশেষ অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে অনির্বাণের পোস্টের সামনে আনেনি নির্দেশক।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.