বড় ধাক্কা, দেড় বছরে বিজেপির হাতছাড়া ৬ রাজ্য!
নজরবন্দি ব্যুরো: থমকে বিজেপির বিজয় রথ। হারাতে হচ্ছে একের পর এক রাজ্য। শেষ দেড় বছরে বিজেপি মুক্ত হয়েছে ৬ টি রাজ্য। প্রবল বিক্ষোভ উপেক্ষা করে CAA কার্যকর করেছে পদ্ম-শিবির।
আর এই নিয়ে বিতর্ক কম হয় নি গোটা দেশে। উত্তাল এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল। তাতেও দাঁত ফোটাতে ব্যর্থ মোদী বাহিনী। প্রথমদিকে লড়াইয়ে থাকার ইঙ্গিত দিলেও বেলা যত গড়িয়েছে ক্রমশ পিছিয়ে পড়েছে বিজেপি। শেষপর্যন্ত তাদের হাতে দিল্লির মাত্র ৭টি আসন। অথচ রাজধানীর সাতটি লোকসভা আসনই বড় জয় পেয়েছিল বিজেপি। তাহলে এমন পরিস্থিতি তৈরির কারণ কি?
শেষ দেড় বছরে বিজেপির হাতছাড়া হয়েছে একের পর এক রাজ্য। সেই তালিকাটা বেশ লম্বা। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। এই তালিকা বিজেপিকে বেশ অস্বস্তিতে রেখেছে। দিল্লিতেও ২৭০ জন সাংসদ, ৭০ জন মন্ত্রী প্রচারের কোনও কাজে এল না। শতাংশের নিরিখে ভোট ও আসন বাড়লে সন্তোষজনক ফল করতে পারেনি বিজেপি। স্বভাবতই হারের কারণ নিয়ে উঠছে বিজেপির অন্দরে উঠছে নানা প্রশ্ন।
আর এই নিয়ে বিতর্ক কম হয় নি গোটা দেশে। উত্তাল এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল। তাতেও দাঁত ফোটাতে ব্যর্থ মোদী বাহিনী। প্রথমদিকে লড়াইয়ে থাকার ইঙ্গিত দিলেও বেলা যত গড়িয়েছে ক্রমশ পিছিয়ে পড়েছে বিজেপি। শেষপর্যন্ত তাদের হাতে দিল্লির মাত্র ৭টি আসন। অথচ রাজধানীর সাতটি লোকসভা আসনই বড় জয় পেয়েছিল বিজেপি। তাহলে এমন পরিস্থিতি তৈরির কারণ কি?
No comments