Header Ads

সবাইকে সুযোগ দেবার প্রতিশ্রুতি মানা হয় নি, শূন্যপদে নিয়োগ করুক SSC।

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নবম-দশম ও একাদশ-দ্বাদশের প্রকাশিত মেরিটলিস্ট তুলে নেওয়া হয়। এর পর থেকে বিতর্কটা বাড়ছিল। বিভিন্ন মহলে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। হবু শিক্ষকদের অনেকের অভিযোগ, কর্মরত শিক্ষকদের নিজেদের জেলায় বদলির জন্য এই মেরিট লিস্ট রিমুভ করা হয়েছে।

 কিছুদিন আগেই প্রত্যেক ডিআই অফিস থেকে নন জয়েনিং শুন্যপদ চেয়ে পাঠিয়েছিল বিকাশ ভবন। তাঁর সংখ্যা ৩০০ বেশি হবে। প্যানেলে এখনও প্রতি বিষয়ে বেশকিছু ক্যাটাগরিতে ওয়েটিং হিসাবে অনেক হবু শিক্ষকের নাম রয়েছে। হবু শিক্ষকদের অনেকেই প্রতিনিয়ত বিকাশ ভবনে যাচ্ছেন। কিন্তু ৭ম কাউন্সেলিং হয়ে যাওয়ার পর ২ মাস হয়ে গেলেও ৮ম কাউন্সেলিং করার ব্যাপারে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন।
হবু শিক্ষকদের একটা অংশের অভিযোগ, ডেপুটেশনের অনুমতি চাইতে গেলে বইমেলার অজুহাতে বিধাননগর পুলিশ কমিশনারেট অনুমতি দিচ্ছে না। গত বছর ভোটের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়োজনে আইন পরিবর্তন করে সিট সংখ্যা কিছুটা বাড়িয়ে বেশিরভাগকে সুযোগ করে দেওয়া হবে। চাকরি প্রার্থীদের দাবি বাড়তি নিয়োগের দরকার নেই। যতগুলো শূন্যপদ আছে তাতে নিয়োগ করুক কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.