গল্ফ টুর্নামেন্ট স্টেডিয়ামে আচমকাই নিজের জ্যাকেট খুলে শরীর প্রদর্শন করলেন মহিলা
নজরবন্দি ব্যুরো :গল্ফ টুর্নামেন্ট টানটান উত্তেজনা ছোট্ট সাদা বলটিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবার জন্য যথারীতি মননিবেশ করছেন গল্ফার। কিন্তু হঠাৎ করে সব কিছু কেমন যেন পাল্টে গেল। সবার নজর মাঠ থেকে সোজা চলে গেল গ্যালারিতে।
এমন কি স্টেডিয়ামের ক্যামেরার চোখ ও পর্যন্ত মাঠ ছেড়ে চলে গেল গ্যালারিতে। গ্যালারিতে উপস্থিত এক মহিলা তাঁর শরীর প্রদর্শনী করছে সঙ্গে সঙ্গে তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সোমবার অ্যারিজোনার স্কটসডেল-এ ঐতিহ্যবাহী ফিনিক্স ওপেনের খেলা সেখানে আচমকাই স্টেডিয়ামে উপস্থিত এক মহিলা আচমকাই তাঁর পরনের সবুজ রঙের জ্যাকেটের চেন খুলে তাঁর স্তন বার করে প্রদর্শন করতে থাকে। এইরমক কাজ তিনি সেই দিন দুবার করেন। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই এই ভিডিও ঘিরে হাসি ,ঠাট্টা ,ও সমালচনার ঝড় ওঠে।
একজন লিখেছেন ,এই মহিলা মনে হয় দ্বিতীয় স্থানাধিকারীরর বান্ধবী। অথাৎ ওই মহিলা মার্কিন গল্ফার ওয়েব সিম্পসন-মনোযোগ নষ্ট করার জন্য এই কান্ড ঘটিয়েছেন। যাতে তাঁর বয়ফ্রেন্ড এই ম্যাচ জিতে যায়। কিন্তু এই ম্যাচ যেতেন সিম্পসনই।
https://twitter.com/RTSportNews/status/1225456017548378114
এমন কি স্টেডিয়ামের ক্যামেরার চোখ ও পর্যন্ত মাঠ ছেড়ে চলে গেল গ্যালারিতে। গ্যালারিতে উপস্থিত এক মহিলা তাঁর শরীর প্রদর্শনী করছে সঙ্গে সঙ্গে তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সোমবার অ্যারিজোনার স্কটসডেল-এ ঐতিহ্যবাহী ফিনিক্স ওপেনের খেলা সেখানে আচমকাই স্টেডিয়ামে উপস্থিত এক মহিলা আচমকাই তাঁর পরনের সবুজ রঙের জ্যাকেটের চেন খুলে তাঁর স্তন বার করে প্রদর্শন করতে থাকে। এইরমক কাজ তিনি সেই দিন দুবার করেন। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই এই ভিডিও ঘিরে হাসি ,ঠাট্টা ,ও সমালচনার ঝড় ওঠে।
https://twitter.com/RTSportNews/status/1225456017548378114

No comments