Header Ads

পুরভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে দ্বিধাবিভক্ত বঙ্গ বিজেপি

নজরবন্দি ব্যুরোঃ গত লোকসভা ভোটে বিজেপি কিছুটা হলেও থাবা বসিয়েছিল বাংলায়। ৪২টি আসনের মধ্যে বাংলার ১৮টি লোকসভা কেন্দ্রে ফুটেছিল পদ্মফুল। তৃণমূলের গড় থেকে এই আসনগুলি ছিনিয়ে নেওয়ার পিছনে বাংলার গেরুয়া শিবিরের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন মুকুল রায়। আর লোকসভা নির্বাচনের পর থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আস্থাভাজন হতে শুরু করেন। পদ্ম শিবিরের মূল টার্গেট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কিন্তু এরআগেই রয়েছে পুরভোট। ফাইনাল ম্যাচ বিধানসভা নির্বাচনের আগে এই পুরভোট সেমি ফাইনালের কাজ করবে বিজেপির।
পুরভোটের নিরিখে আগামী দিনে বিজেপি রাজ্যে কোন অবস্থানে থাকবে তা কিছুটা হলেও অনুমান করা যাবে। তাই সব শক্তি দিয়ে পুরভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়বে বিজেপি। পুরভোটে দলের হয়ে হাল ধরবেন ‘চানক্য’ মুকুল। কিন্তু কলকাতা পুরভোটে প্রায় ১৪ থেকে ১৫টি ওয়ার্ডে প্রার্থী নির্বাচন দিয়ে বিজেপির অন্দরেই জলঘোলা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর। শুধু তাই নয় বিষয়টি নিয়ে বঙ্গবিজেপি নেতারা দ্বিধাবিভক্ত।
সূত্রের খবর এই কটি ওয়ার্ডে প্রার্থী হতে পারেন সেলিব্রিটিরা। বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা কিংবা শিল্পীদেরকেই কলকাতা পুরভোটে বিজেপির প্রধান মুখ করতে চাইছে দলের একাংশ। কিন্তু এই সিদ্ধান্তে দ্বিমত রয়েছে মুকুল রায়ের। পুরভোটের ক্ষেত্রে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদেরকেই ফাস্ট প্রায়োরিটি দিতে চাইছেন মুকুল। যা নিয়ে দলের অভ্যন্তরেই শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য তৃণমূলে থাকাকালীনই কলকাতা পুরভোটে দলের প্রধান দায়িত্ব সামলেছেন শোভন-মুকুলরা।
আর এবারের ভোটে পুরানো পথেই হাঁটতে চাইছেন মুকুল। দলের হেভিওয়েট নেতা নেতৃত্বদেরকেই যুদ্ধে নামাতে আগ্রহী তিনি। তবে বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার অনেকেই। এঁদের অধিকাংশই বেশ জনপ্রিয়। শিল্পীদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই পুরভোট পার করতে চাইছেন রাজ্য বিজেপির একাংশ। প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই দোটানা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন কোন ওয়ার্ডে সেলেবরা বিজেপির টিকিট পাচ্ছেন তা এখনও স্পষ্ট হয় নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.