Header Ads

উপমুখ্যমন্ত্রী গ্রেফতার! নির্বাচনের আগে উত্তপ্ত রাজধানী

নজরবন্দি ব্যুরো: সামনেই রাজধানীতে নির্বাচন। তার আগে বড় রকমের বিপাকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির সেকেন্ড-ইন-কমান্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে (ওএসডি) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সেই কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালকৃষ্ণ মাধব নামে ওই আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই অনিয়ম প্রসঙ্গে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২০১৫ সালে মনীশ সিসোদিয়ার ওএসডি হিসাবে নিযুক্ত হন মাধব। ঘটনায় উপমুখ্যমন্ত্রী ধৃত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.