টপলেস হয়ে অগ্রিম স্বাধীনতা দিবস উদযাপন করলেন নায়িকা র্যাচেল
নজরবন্দি ব্যুরো :স্বাধীনতা দিবস এখনও দুমাসের অপেক্ষা। কিন্তু তাঁর আগেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলি-টলি অভিনেত্রী র্যাচেল।তবে পতাকা উড়িয়ে নয়। হট নায়িকা র্যাচেল এর ও স্বাধীনতা দিবস উদযাপন করার প্রক্রিয়া আলাদা।
অভিনেত্রীর মতে স্বাধীনতার অর্থ বোল্ডনেস। তাই জন্য তিনি টপলেস হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন।তাই তিনি তাঁর বোল্ড অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এছাড়া অভিনেত্রী এই ছবির ক্যাপশানে লেখেন ,বোল্ড হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে স্বাধীনতার আসল লক্ষ্য। অভিনেত্রীর এই কান্ডতে রীতিমত হইচই পড়েছে টলিপাড়াতে। নায়িকা প্রথমে তাঁর অভিনয় যাত্রা শুরু করেন টলিপাড়ায় তারপর অভিনেত্রী পদার্পন করেন বলিউডে। তাঁর অভিনয় ও বোল্ডনেস এর আগেও দর্শকদের মন কেড়েছে।বলিউডে ২০১৪ সালে তিনি ইমরান হাসমির বিপরীতে তিনি প্রথম কাজ করেন।
এরপর সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাউত, নেহা ধুপিয়া র মত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সাথে সমান তালে কাজ করেন তিনি 'উঙ্গলি' ছবিতে।সবাই যে তাঁর এই বোল্ডনেস কে সমর্থন করেছেন তা নয়। অনেকে বলেছেন ,আরবনাগরীর নেশায় মেতেছেন অভিনেত্রী। পুনম ,রাখি সাওয়ান্তের মতো লাইম লাইটে থাকার জন্য র্যাচেল শরীর দেখান কে বেঁচে নিচ্ছেন। আবার অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে হামেশাই ট্রোল হইতে হয় অভিনেত্রীদের তাই মুখে নয় কাজে করে দেখানই ভালো। তাই হয়তো র্যাচেল এই রকম পদক্ষেপ নিয়েছেন।
অভিনেত্রীর মতে স্বাধীনতার অর্থ বোল্ডনেস। তাই জন্য তিনি টপলেস হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন।তাই তিনি তাঁর বোল্ড অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এছাড়া অভিনেত্রী এই ছবির ক্যাপশানে লেখেন ,বোল্ড হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে স্বাধীনতার আসল লক্ষ্য। অভিনেত্রীর এই কান্ডতে রীতিমত হইচই পড়েছে টলিপাড়াতে। নায়িকা প্রথমে তাঁর অভিনয় যাত্রা শুরু করেন টলিপাড়ায় তারপর অভিনেত্রী পদার্পন করেন বলিউডে। তাঁর অভিনয় ও বোল্ডনেস এর আগেও দর্শকদের মন কেড়েছে।বলিউডে ২০১৪ সালে তিনি ইমরান হাসমির বিপরীতে তিনি প্রথম কাজ করেন।
এরপর সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাউত, নেহা ধুপিয়া র মত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সাথে সমান তালে কাজ করেন তিনি 'উঙ্গলি' ছবিতে।সবাই যে তাঁর এই বোল্ডনেস কে সমর্থন করেছেন তা নয়। অনেকে বলেছেন ,আরবনাগরীর নেশায় মেতেছেন অভিনেত্রী। পুনম ,রাখি সাওয়ান্তের মতো লাইম লাইটে থাকার জন্য র্যাচেল শরীর দেখান কে বেঁচে নিচ্ছেন। আবার অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে হামেশাই ট্রোল হইতে হয় অভিনেত্রীদের তাই মুখে নয় কাজে করে দেখানই ভালো। তাই হয়তো র্যাচেল এই রকম পদক্ষেপ নিয়েছেন।


No comments