নজরবন্দি ব্যুরো: বীরভূমের খয়রাশোল এলাকার ঘটনা, এলাকার বিজেপি ব্লক সভাপতির বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। ১৯ হাজার টাকার রসিদে ১ লাখ টাকা তোলাবাজির অভিযোগ উঠলো ব্লক সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যে সেই তোলা নেওয়ার রসিদ ভাইরাল।
আসলে অভিযোগ হল,খয়রাশোলের বিজেপি ব্লক সভাপতি রথিলাল সিংহ একটি রসিদের বিনিময়ে একটি কোল মাইনস কোম্পানি থেকে ১ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু সেই রসিদে স্পষ্ট করে লেখা রয়েছে রসিদ থেকে ১৯ হাজার টাকার বেশি টাকা নেওয়া যাবে না। যে রসিদে রাজ্য সভাপতির দিলীপ ঘোষের সই রয়েছে।
রসিদে ১৯ হাজার টাকার কথা লেখা থাকলেও তিনি নিয়েছেন ১ লক্ষ টাকা; অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি সভাপতি। তিনি অদ্ভুত দাবি করে বলেন, সই করে ফাঁকা রসিদ আমি দিয়ে চলে এসেছিলাম। আমি রসিদে কোন টাকা লিখিনি। অন্য কেউ রসিদটিতে লক্ষাধিক টাকা লিখে দিয়েছে ফাঁসানোর জন্য! তৃণমূলের স্পষ্ট অভিযোগ এটা তোলাবাজির ঘটনা। যদিও এই ঘটনা নিয়ে মানইস কোম্পানির কোন মন্তব্য করেননি।
No comments