গণ ডেপুটেশনের ডাক রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল ইমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে যেমন অভিযোগ আছে তেমনি অস্থায়ী কর্মীরা বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
আর এই অভিযোগের ভিত্তিতে রাজ্যে বার বার আন্দোলনে নেমেছেন এই রাজ্যের কর্মচারীরা। এবার পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল ইমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আগামী ৭ফেব্রুয়ারি গণ ডেপুটেশনের ডাক দিয়েছে।
একাধিক দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে কোনও ফল না মেলায়, তাঁরা এই ডেপুটেশনের ডাক দিয়েছেন। তাঁদের দাবি গুলি, সকল ডাটা এন্ট্রি অপারেটরদের স্থায়ী-করণ। সমকাজে সমবেতন ও শ্রমিক সম্মান ও অধিকার প্রদান।
এখন দেখার কর্মচারীদের এই ডেপুটেশনের পরে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আর সেই দিকে তাকিয়ে আছে এই রাজ্যের কয়েক হাজার কর্মচারীরা।
একাধিক দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে কোনও ফল না মেলায়, তাঁরা এই ডেপুটেশনের ডাক দিয়েছেন। তাঁদের দাবি গুলি, সকল ডাটা এন্ট্রি অপারেটরদের স্থায়ী-করণ। সমকাজে সমবেতন ও শ্রমিক সম্মান ও অধিকার প্রদান।
এখন দেখার কর্মচারীদের এই ডেপুটেশনের পরে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আর সেই দিকে তাকিয়ে আছে এই রাজ্যের কয়েক হাজার কর্মচারীরা।

No comments