Header Ads

স্ত্রী হাসিন জাহানের করা মামলায় ফের বিপাকে মহম্মদ সামি

নজরবন্দি ব্যুরোঃ মহম্মদ সামির মামলায় নিষ্ক্রিয়তায় ফের হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। স্ত্রী হাসিন জাহানের করা মামলায় ফের বিপাকে সামি। ২০১৮ সালে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন জাহান। সেখানে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ আনেন তিনি। তদন্তের পর মহম্মদ সামি এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দেয় কলকাতা পুলিশ। সেখানে পুলিশ জানান সামি পলাতক। এরপর আলিপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা জারি করে সামির বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জেলা ও দায়রা আদালতে যায় ভারতের সুপারফাস্ট।
২৯ সেপ্টেম্বর ২০১৯, দায়রা আদালত সামির গ্রেফতারি পরোয়ানা সহ নিম্ন আদালতের সমস্ত বিচার প্রক্রিয়া ওপর স্থগিতাদেশ জারি করে। এর পর থকেই এই মামলায় আর কোন আগ্রগতি হয়নি। নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোটের দ্বারস্থ হন হাসিন। এরপর হাইকোর্ট প্রশ্ন তোলেন আদালত পুরো বিচার প্রক্রিয়ায় ওপর স্থগিতাদেশ দেয় কীভাবে? আলিপুর জেলা ও দায়রা আদালতের এমন নির্দেশ-এর বিরোধিতা কেন করলেন না রাজ্যের সরকারি আইনজীবী ? এছারাও শামিকে নোটিস ধরানোরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে। উল্লেখ্য এই মুহূর্তে সামি নিউজিল্যান্ড সফরে ব্যাস্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.