Header Ads

রোজভ্যালি নিয়ে এবার মুখ খুললেন কেকেআরের সিইও

নজরবন্দি ব্যুরোঃ ২০০২ সাল থেকেই শাহরুখ খানের আইপিএল টিম কেকেআরের সঙ্গে চিটফান্ড রোজভ্যালির সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। রোজভ্যালি থেকে নিয়ম বহির্ভূতভাবে আর্থিক লেনদেনের অভিযোগে গত সোমবার কেকেআরের ব্যাংক একাউন্ট ও স্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের। সেই তালিকায় রয়েছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজও। তবে এবার কেকেআরের তরফে।
স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রোজভ্যালি থেকে নিয়ম বহির্ভূতভাবে কোন অর্থ নেয় নি কেকেআর। ২০০২ ও ২০০৩ সালে রোজভ্যালি কেকেআরের জার্সি স্পনসর ছিল মাত্র। চুক্তি মাফিক টাকা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর।ছাড়া তিনি আরও বলেন, ইডি রোজভ্যালি সংস্থার তদন্ত চালিয়ে যাচ্ছে। কেকেআর সমস্ত রকমভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই তদন্তে সহযোগিতা করবে।
তবে রোজভ্যালি কাণ্ডে কেকেআরের মত দলের নাম জড়ানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ গত বছরই ইডি তদন্তের জন্য কেকেআরের সিইওকে ডেকে পাঠিয়েছিল। তারপর থেকেই বিষয়টি নিয়ে জলঘোলা হলে শুরু করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.