বকেয়া পরিশোধ না করার অভিযোগে মামলা হল বাংলাদেশের নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের বিরুদ্ধে
নজরবন্দি ব্যুরোঃ কর্মীদের বকেয়া পরিশোধ না করার অভিযোগে কাঠগড়ায় বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস। গত ২রা ফেব্রুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন ইউনুসের সংস্থার কর্মীরা। এ নিয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরাই সব মিলিয়ে মোট ১০৭টি মামলা দায়ের করেছেন বলে সূত্রের খবর।
আগামী ২৩ মার্চ এই মামলা গুলির শুনানি হবে আদালতে। এবিষয়ে বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরিফ বলেন, কর্মীদের বকেয়া পরিশোধ না করার কারনে ইউনুসের বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ড. মহম্মদ ইউনুসের আইনজীবী রাজু আহমেদ রাজু বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে আরও ১৭টি মামলা হয়েছে আমরা তা শুনেছি। আইনগতভাবে আমরা এসব মামলার মোকাবিলা করব।

No comments