Header Ads

ডিভোর্স নিয়ে মোহন ভগবতের মন্তব্যের পাল্টা দিলেন সোনাম

নজরবন্দি ব্যুরো : এনআরসি ও সিএএ বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউডের বেশ কয়েকজন সেলেব তাঁদের মধ্যে রয়েছেন সোনাম কাপুর ও। আবারো সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত এর ডিভোর্স নিয়ে মন্তব্যে করা প্রতিবাদ করেন সোনাম।

আসলে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেনস্বছল ও শিক্ষিত পরিবারে ডিভোর্স বেশি হয়। এর তীব্র প্রতিবাদ করে সোমনাম টুইট করে লেখেন 'কোন সুস্থ মানুষ এই রকমের কথা বলতে পারে?বোকা বোকা মন্তব্য।তাঁর এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া করেছেন নেটসেভিরা। আমেদাবাদে রবিবার আরএসএস কর্মীদের সভা ছিল সেই সভায় উপস্থিত ছিলেন কর্মীদের পরিবারও। এই সভায় ভাষণ দিতে গিয়ে সংগঠনের প্রধান মোহন ভাগবত বলেন ,এই সময়ে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারেই বেশি ডিভোর্স হয়। কারণ শিক্ষা ও স্বচ্ছলতা তৈরী করে ঔদ্ধত্য।এখনকার দিনে ডিভোর্সের সঙ্গে বেড়েছে কারণ মানুষ এখন তুচ্ছ তুচ্ছ কথা ঝগড়া করে। এই মন্তব্যের বিরুদ্ধেই পাল্টা মন্তব্য কেন সোনাম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.