'আমরা জেতার ক্ষমতা রাখি'! হুঙ্কার শ্রীবৎসের
নজরবন্দি ব্যুরো: আর তিন ধাপ। আর এই কটা ধাপ পেরোতে পারলেই স্বপ্নপূরণ শ্রীবৎ গোস্বামীদের। সামনেই ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। সোমবার সন্ধেয় বাংলা দল উড়ে যাবে কটকে।
বৃহস্পতিবার থেকে সেখানেই শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে অভিমন্যু ঈশ্বরনের দল। স্বাভাবিক ভাবেই বঙ্গ ক্রিকেটমহলে জন্ম নিচ্ছে প্রত্যাশা।
বাংলা দলের অন্যতম ভরসা শ্রীবৎস অবশ্য চাইছেন দোলের উপর যেন প্রত্যাশার চাপ যাতে না পড়ে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "জানি, অনেক আশা রয়েছে আমাদের ঘিরে। আমি কিন্তু সবাইকে বলতে চাই যে বড় স্বপ্ন দেখে লাভ নেই এখন। আমাদের একটা করে ম্যাচ ধরে খেলতে হবে।
ক্রিকেট খেলাটা কেমন, কতটা অনিশ্চয়তার, আমরা সকলেই জানি। যাঁরা সমর্থক, যাঁরা আমাদের এখন থেকেই ট্রফি হাতে দাঁড়িয়ে থাকার স্বপ্ন দেখছেন, তাঁদেরও এটা বুঝতে হবে। ক্রিকেট খেলায় আগাম কিছু ভেবে রাখাটা ঠিক নয়। এই পর্যায়ে কোনও দলই ছোট বা বড় নয়। ওড়িশাই হোক বা কর্নাটক, আমাদের কাছে সবই সমান। এখন আমাদের প্রথম টার্গেট কোয়ার্টার ফাইনালে জেতা। সেটা যদি হয়, তার পর সেমিফাইনাল নিয়ে ভাবব। যাদের সঙ্গেই খেলা পড়ুক না কেন, উজাড় করে দেব। কিন্তু তার আগে কটকে জিততে চাই আমরা।"
বৃহস্পতিবার থেকে সেখানেই শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে অভিমন্যু ঈশ্বরনের দল। স্বাভাবিক ভাবেই বঙ্গ ক্রিকেটমহলে জন্ম নিচ্ছে প্রত্যাশা।
বাংলা দলের অন্যতম ভরসা শ্রীবৎস অবশ্য চাইছেন দোলের উপর যেন প্রত্যাশার চাপ যাতে না পড়ে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "জানি, অনেক আশা রয়েছে আমাদের ঘিরে। আমি কিন্তু সবাইকে বলতে চাই যে বড় স্বপ্ন দেখে লাভ নেই এখন। আমাদের একটা করে ম্যাচ ধরে খেলতে হবে।
No comments